Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একসাথে ৪ সন্তানে প্রসব করলেন শাকিলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৯:৪৮ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৯:৪৮ PM

bdmorning Image Preview


একসাথে চার সন্তান প্রসব করেছেন শাকিলা বেগম (২২) নামে এক নারী। রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে তিনি সন্তান প্রসব করেন।

সোমবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়- ৪ সন্তানের মধ্যে পুত্র সন্তান এক জন ও বাকি তিন জন কন্যা সন্তান।

চার সন্তানের জন্মদাত্রী শাকিলা বেগমের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের পীরযাত্রাপুরে (বড়বাড়ি)। মরহুম আবু তাহের মিয়ার ছোট ছেলে ডুবাই প্রবাসী জালাল মিয়ার স্ত্রী তিনি।

হাসপাতালটির গাইনোকোলজিস্ট ইউনিটের প্রধান প্রফেসর ডা. নীলুফার শামীম আফজার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তার নেতৃত্বে একটি দল এ অস্ত্রোপচার সম্পাদন করেন। সিজারিয়ান দলের অন্য সদস্যরা হলেন- সহযোগী অধ্যাপক ডা. হাফিজা আক্তার ও ডা. শান্তা বেগম।

নীলুফার শামীম আফজা বলেন, শাকিলা বেগম ১৫ দিন আগে এই হাসপাতালে ভর্তি হন। পরে নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ সোমবার বেলা ১১টায় সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তার পরপর চারটি সন্তান ভূমিষ্ঠ হয়। ছেলেটির ওজন ১ কেজি ৮শ’ গ্রাম, মেয়ে তিন জনের মধ্যে একজনের ওজন ১ কেজি ৬শ’ গ্রাম ও অন্য দু'জনের ওজন ১ কেজি ৪শ’ গ্রাম করে

স্বামী জালাল মিয়া বলেন, সকলে আমার ৪ সন্তানের জন্য দোয়া করবেন। বর্তমানে আমার ৪ সন্তান আল্লাহর রহমতে সুস্থ আছে।

Bootstrap Image Preview