Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সম্পাদক পরিষদকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সমর্থন

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:০৮ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৫:১০ PM

bdmorning Image Preview


ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ নম্বর ধারা সংশোধনের জন্য সরকারকে গতকাল লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু। নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ৯টি ধারা বাতিল বা সংশোধনে পদক্ষেপ না দিলে রিট আবেদন দাখিল করা হবে। তথ্য ও আইনমন্ত্রী এবং মন্ত্রীপরিষদ, তথ্য ও আইন সচিবকে এই নোটিশ দেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা সংশোধনসহ সম্পাদক পরিষদের সাতদফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সংশ্লিষ্ট ধারা বাতিলের জন্য সম্পাদক পরিষদ আইনিভাবে কোনো পদক্ষেপ নিলে সেক্ষেত্রে বিনা ফি’তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সমিতি। মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে সমিতির এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সমিতির পক্ষ থেকে বলা হয়, এই আইন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার চেয়েও উদ্বেগজনক।  নিবর্তনমূলক ধারাগুলো বাতিলের জোর দাবি জানানো হচ্ছে। 

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্পাদক পরিষদের দাবি এবং নিজেদের উদ্বেগের কথা জানাতে আজ দুপুরে সমিতি ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে বলা হয়, শুধুমাত্র সাংবাদিক সমাজই নয়, আইনজীবীসহ অন্যান্য শ্রেণি-পেশা এবং সাধারণ মানুষসহ প্রায় সকলেই এই আইনের ব্যাপারে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাই দেশ ও গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং মানুষের সাংবিধানিক অধিকার রক্ষের লক্ষ্যে অনতিবিলম্বে এই ধারাগুলো বাতিল করতে হবে। 

Bootstrap Image Preview