Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় সমাজসেবা কর্তৃক সুদমুক্ত ঋণ বিতরণ

আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ০৩:০১ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ০৩:০১ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুদমুক্ত ঋন বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালের দিকে এ বিতরণ কার্য সম্পাদন করা হয়।

সুদমুক্ত ঋন বিতরণ সরকারের একটি বিশেষ উদ্যোগ। ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থসামাজিক অবস্থার উন্নতির লক্ষ্যে  সরকারের এ মহতি উদ্যোগ। পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋন বিতরন কালে বক্তারা উপরিউক্ত কথা বলেন। মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ’র সভাপতিত্বে আয়োজিত ঋন বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. শাহ আলম মিয়া ও উপজেলা সমাজসেবা অফিসার (অ.দা) কীর্তিবিজয় চাকমা প্রমুখ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারন মানুষের ভাগ্যোন্নয়নের কথা চিন্তা করে সুদমুক্ত ঋনের প্রচলন করেন উল্লেখ করে খাগড়াছড়ি জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার সে ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৫‘শ টাকা থেকে ঋণের পরিমান বাড়িয়ে অর্ধলক্ষ টাকা করেছে। আগামীতে এ ঋণের পরিমান লক্ষ টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন,ঋণের টাকা ভোগ-বিলাসে বা অযাচিত ভাবে ব্যয় না করে যথাযথখাতে বিনিয়োগের আহবান জানিয়ে বলেন, এ টাকায় সক্ষমতা অর্জন করতে হবে। সক্ষমতা অর্জন করা না গেলে সরকারী উদ্যোগ ব্যর্থ হবে। তিনি বলেন, জনবান্ধব এ সরকার জনসাধারণের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করছে। সরকারের সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যমে আর্থিক সক্ষমতা অর্জনসহ আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে ভুমিকা রাখার আহবান জানান তিনি।

পরে ৭জন প্রতিবন্ধীর মাছে ১লাখ ৩০ হাজার টাকা ও পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় সাতটি কর্ম দলের ৬৮ জন সদস্যের মাঝে ১৭ লাখ ৬০হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।

Bootstrap Image Preview