Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইলিশ ধরার দায়ে ঝালকাঠিতে ৭ জেলের জেল-জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৩৭ PM
আপডেট: ১৫ অক্টোবর ২০১৮, ০৬:৩৭ PM

bdmorning Image Preview


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ জনকে এক বছর করে কারাদণ্ড ও দুই জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ অক্টোবর) সকালে সুগন্ধা নদীতে ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়। নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তিমিরকাঠি গ্রামের তিন জেলে মহিম, রাহাত ও ফরহাদকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশ্রাফুল ইসলাম তাদের এক বছর করে কারাদণ্ড দেন।

এদিকে ভ্রাম্যমাণ আদালতে বিচারক ও সদর উপজেলার ইউএনও আতাহার আলী জানান, রবিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে ঝালকাঠি সদর উপজেলার লঞ্চঘাটের বিষখালী মোহনা এলাকায় অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করে আদালতে হাজির করা হয়।

পরে লঞ্চঘাট এলাকার মাসুম খানের ছেলে মানিক ও বাহারুল মাঝির ছেলে রিয়াজুলকে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। আটক অপর ২ জেলে লঞ্চঘাট এলাকার মনির হাওলাদারের ছেলে হৃদয় ও বারেক হাওলাদারের ছেলে রাকিব হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Bootstrap Image Preview