Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দালালের মাধ্যমে কক্সবাজার থেকে গাজীপুরে ফারিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ১০:৫৯ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ১০:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গাজীপুরের পাসপোর্ট অফিস থেকে ফারিয়া মীম (২০) নামে এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। তার বাবার নাম মঞ্জু শেখ ও মায়ের নাম পারভীন বেগম।

রবিবার দালালের মাধ্যমে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে গাজীপুরে পাসপোর্ট করতে আসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. সালেহ উদ্দিন ।

তিনি বলেন, পাসপোর্ট করার জন্য রোববার গাজীপুর পাসপোর্ট অফিসে আবেদন করে মীম। তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ছিল বলে স্বীকার করে মীম। পরে থানায় খবর দেয়া হলে মীমকে আটক করে নিয়ে যায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের ওসি সমীর চন্দ্র সূত্রধর বলেন, ওই রোহিঙ্গা তরুণী দুপুরে পাসপোর্টের জন্য গাজীপুর অফিসে আবেদন করেন। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী নিজেকে রোহিঙ্গা এবং কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ছিল বলে স্বীকার করেছে। তাকে ওই ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

Bootstrap Image Preview