Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশির নামে টাকা ছিনিয়ে নিত তারা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ১০:৪৭ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ১০:৪৭ PM

bdmorning Image Preview


পুলিশ সেজে গাজীপুরের চান্দনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের শাহজালাল ইসলামী ব্যাংকের সামনে ডাকাতির প্রস্তুতিকালে তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৪ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- শরীয়তপুরের ডামুড্যা থানার পূর্বকান্দি গ্রামের মৃত সামাদ মাস্টারের ছেলে জহিরুল ইসলাম (৪৩), আব্দুল মজিদ হাওয়াদারের ছেলে মাহবুব আলম (৩৮) ও আবুল বাশার কাজির ছেলে মো. লিকন (৩২)।

পুলিশ জানায়, রবিবার দুপুর ১২টার দিকে ভুয়া ডিবি পুলিশ সেজে চান্দনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে শাহজালাল ইসলামী ব্যাংকের সামনে একটি মাইক্রোবাস নিয়ে অবস্থান নেয় তারা। এ সময় সাদা পোশাকে থাকা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ভুয়া ডিবি পুলিশ।

বিষয়টি দেখে ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হলেও কয়েকজন খেলনা পিস্তল ফেলে দৌড়ে পালিয়ে যায়। সেইসঙ্গে তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি এবং একটি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়।

বাসন থানা পুলিশের ওসি মোক্তার হোসেন বলেনপ্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়- গ্রাহকরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করার পর ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশির নামে টাকা ছিনিয়ে নিত তারা। কখনো মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে গ্রাহকের টাকা পয়সা লুট করে অজ্ঞাত স্থানে ফেলে যেত।

Bootstrap Image Preview