Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রূপগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে মিছিল

লিখন রাজ, রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০৫:১২ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০৫:১২ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসীর এলজিইডি সড়কের ১৩ কিলোমিটার সড়ক খানাখন্দে অচলাবস্থাসৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, শিক্ষার্থী, জনসাধারণ ও মালবাহী যানবাহনসহ আটকে পড়ে জনভোগান্তি চরম হওয়ায় ঐ সমস্ত এলাকার স্থানীয় মানুষ ও পথচারীরা কালাদি, ত্রিশকাহনিয়া ও হাটাবো এলাকায় পৃথকভাবে ঝাড়– মিছিল করে। 

রবিবার (১৪ অক্টোবর) সাড়ে ১০টায় রাস্তার উপর ধানের চারা রোপন করে প্রতিবাদ কর্মসূচী পালন করেছে। 

সরেজমিনে জানা যায়, উপজেলার রূপসী থেকে কাঞ্চন জিসি নামের এলজিইডির অধীনে একটি ব্যস্ততম সড়কে খানাখন্দে ভরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। কারন হিসেবে জানা যায়, এ সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দে পরিণত করার জন্য স্থানীয় অবৈধ বালু মহাল ও শিল্প প্রতিষ্ঠানের মালবাহী ভারী যানবাহন চলাচলই মূল কারণ। দীর্ঘদিন এ অচলাবস্থা সৃষ্টি হলেও বিভিন্নসময় এ প্রতিবাদ অব্যাহত রেখেছেন স্থানীয়রা। স্থানীয়রা এ সড়কটি দ্রুত মেরামত করার দাবি করে আসলেও রাস্তাটি সংস্কারের কোন সুরাহা পাচ্ছেন না এলাকাবাসী। তাই সড়কের কাদা মাটিতে ধানের চারা রোপন করে, কোথাও আবার মাছ ধরে প্রতিবাদ অব্যাহত রেখেছেন।

স্থানীয় বালু মহাল পরিচালক মনির হোসেন জানান, শিল্প প্রতিষ্ঠানের ভারী যানবাহন চলাচল করায় এ সড়কটি অল্পদিনেই বেহাল হয়ে পড়ে। এতে এই অঞ্চলের জনসাধারণের ভোগান্তি বাড়লেও সরকার রহস্যজনক কারণে মেরামত করছে না।  

স্থানীয় শিক্ষার্থী শিরিনা আক্তার জানান, শিক্ষার্থীরা প্রতিদিন ভোগান্তি নিয়ে মাদরাসায় যাতায়াত করেন। বিদ্যালয়ের ইউনিফর্ম নষ্ট হওয়া ছাড়াও শারীরিকভাবে আহত হয় অনেকে।

স্থানীয় ব্যবসায়ী তারেক বিন মজিদ বলেন, কাঞ্চনের কালাদি অংশে দীর্ঘদিন যাবৎ এ সড়কটি নাজুক ও অচলাবস্থা থাকায় আমার ব্যবসায় প্রতিষ্ঠানে মালামাল বহন করতে পারছিনা। এতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। তাই সড়কটি দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এনায়েত করীম বলেন, আমি সদ্য রূপগঞ্জে যোগদান করেছি। বিষয়টি জানা ছিল না। যেহেতু জেনেছি তাই ঊর্ধ্বতন মহলকে জানিয়ে দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।   

Bootstrap Image Preview