Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আ'লীগ নেতার বাড়িতে মিলল ২৮ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০১৮, ০২:৪৩ PM
আপডেট: ১৪ অক্টোবর ২০১৮, ০২:৪৯ PM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগর উপজেলা থেকে প্রায় ২৮ কেজি ওজনের কষ্টি পাথরের গণেশ মূর্তিসহ আব্দুল আরিফ রাঙ্গা (৪৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বিজিবি।

গতকাল শনিবার রাণীনগর উপজেলার বেতগাড়ী গ্রামে তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রাঙ্গা বেতগাড়ী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সংগাঠনিক সম্পাদক। 

বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)-১৬ নওগাঁর অধিনায়ক লে. কর্ণেল খাদেমুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় কষ্টি পাথরের একটি মূর্তি বিক্রির জন্যে রাঙ্গা তার বাড়িতে রেখে দিয়েছেন। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এটিএম আহসান হাবীব এর নের্তৃত্বে জেলা ম্যাজিস্ট্রেট মো: সেলিম এবং নওগাঁ সদর থানার পুলিশ সদস্যের নিয়ে একটি টাস্কফোর্স টিম অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার বাড়ি থেকে ২৮ কেজি ২৫শ’ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের গণেশ মূর্তি উদ্ধার করা হয়। এ সময় রাঙ্গাকে আটক করা হয়েছে।    

তিনি আরও জানান, আটক রাঙ্গাকে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কষ্টি পাথরের মূর্তির আনুমানিক মূল্য ২৮ লাখ ২৫ হাজার টাকা। কষ্টিপাথরের মূর্তিটি মামলার প্রয়োজনীয় কার্যক্রম শেষে প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হবে। 

Bootstrap Image Preview