Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ কারার দাবিতে শাহবাগ অবরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৯:৫৫ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৯:৫৫ PM

bdmorning Image Preview


সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর কারার দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করেছে একদল আন্দোলনকারী। ফলে শাহবাগ হয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ জনগণ। 

শনিবার (১৩ অক্টোবর) বিকালে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এ সময় আন্দোলনকারীরা চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি জানান। পরে বিকাল সাড়ে ৫টার দিকে তারা শাহবাগের মূল সড়ক চত্বরে অবস্থান নেয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরাও এ আন্দোলনে অংশগ্রহণ করে। 

এর আগে একই স্থানে অবস্থান নিয়ে সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে প্রতিবন্ধীরা ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীরাও আন্দোলন করে আসছিল। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়ক হয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ করে আসছিল। কিন্তু ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে সেটি বাস্তবায়ন না হওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের দাবিতে আন্দোলন শুরু করে।

এদিকে সরকারি চাকরিতে নিজেদের জন্য ৫ শতাংশ কোটা বহালের দাবিতে আগে থেকেই শাহবাগ মোড়ের অর্ধাংশ অবরুদ্ধ করে রেখেছিল প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

এরপর বিকাল থেকে সড়কের বাকি অর্ধাংশ অবরোধ করে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর কারার দাবিতে একদল আন্দোলনকারীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্বের ১৬২টি দেশে সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ এর বেশি। কিন্তু আমাদের দেশে বয়সসীমা নির্দিষ্ট থাকায় অনেক শিক্ষার্থী চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। 

দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরবে না বলেও ঘোষণা দেয় আন্দোলনকারীরা। 

এদিকে শাহবাগে সড়ক অবরোধের ফলে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বাংলামোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়গামী যান চলাচল। একই সাথে শাহবাগ শিশুপার্ক থেকে কাঁটাবনগামী যান চলাচলও বন্ধ হয়ে গেছে। ফলে শাহবাগকে ঘিরে আশপাশের সড়কগুলোতে প্রকট যানজটের সৃষ্টি হয়েছে। আর হঠাৎ অবরোধের ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন সরদার এ বিষয়ে বলেন, বেশ কয়েকদিন ধরেই কিছু শিক্ষার্থী শাহবাগে অবস্থান নিয়েছেন। আমরা জনভোগান্তির বিষয়টি মাথায় রেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

Bootstrap Image Preview