Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিরিরবন্দরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৭:২২ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৭:২২ PM

bdmorning Image Preview


চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দরে এসএসসি নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করার সময় নওশাদ আলী (২৬) নামক এক যুবককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় কৃষি বিষয়ের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ভাঙ্গাছিড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় মমিনুল ইসলাম ওরফে সাদ্দাম (২৫) নামক একজন পালিয়ে গেছে।

জানা যায়, নওশাদ উত্তর ভোলানাথপুর পশ্চিমপাড়ার আব্দুল মান্নানের পুত্র ও একই এলাকার চৈতুরের পুত্র মমিনুল ইসলাম ওরফে সাদ্দাম।

স্কুলছাত্রীর বাবা জানান, তার মেয়ে উপজেলার উত্তর ভোলানাথপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। বাড়ি ফেরার পথে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা চালায় বখাটে দু'জন। তার চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে ও নওশাদকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে চিকিৎসার জন্য তাকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে আটক নওশাদ ও পলাতক সাদ্দামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview