Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোটা বহালের দাবিতে দিনাজপুরে আদিবাসী শিক্ষার্থীদের বিক্ষোভ 

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৪:৫৯ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৪:৫৯ PM

bdmorning Image Preview


সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে দিনাজপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা। 

শনিবার (১৩ অক্টোবর) সকাল সোয়া ১১ টায় দিনাজপুর প্রেসক্লাব থেকে আদিবাসী কোটা রক্ষা কমিটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। 

আদিবাসী শিক্ষার্থীরা বলেন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে আদিবাসীদের ভূমিকা ছিল। কিন্তু এরপরেও আদিবাসীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠি হিসেবে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। নানান প্রতিকূল অবস্থার মধ্যে লেখাপড়া করেও তারা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে বাদ দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সবদিক বিবেচনা করে সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা বহাল রাখার দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দেন শিক্ষার্থীরা। 

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, আদিবাসী কোটা রক্ষা কমিটি দিনাজপুরের আহ্বায়ক মিলন সরেন, যুগ্ম আহ্বায়ক রিপন মার্ডি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রদীপ মালকো, ডেনিস বাস্কে, সিদায় পাহান, আদিবাসী মুক্তি মোর্চা দিনাজপুরের সভাপতি আলবেনুস টুডু প্রমুখ। 

Bootstrap Image Preview