Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিলিতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮, ০৪:৪২ PM
আপডেট: ১৩ অক্টোবর ২০১৮, ০৪:৪২ PM

bdmorning Image Preview


হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ

'কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি' এই স্লোগাকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে আর্ন্তজাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারা চৌধুরী, আলিহাট ইউপি চেয়ারম্যান গোলাম রসুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সভায় বক্তারা বিভিন্ন ধরনের দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে ও সম্পদের ক্ষতি কমাতে নানা ধরনের পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

Bootstrap Image Preview