Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে সড়ক পরিবহণ আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৭:২৮ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৭:২৮ PM

bdmorning Image Preview


সড়ক পরিবহণ আইন আংশিক সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবহণ শ্রমিক।

আজ বৃহস্পতিবার বৈরী আবহওয়া উপেক্ষা করে সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসূচি পালন করে তারা। এতে জেলার, বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহণের শ্রমিকগণ ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রোকনুজ্জামান রানু, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, সদস্য আমজাদ হোসেনসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, সদ্য পাশ হওয়া সড়ক পরিবহণ আইনের কিছু কিছু স্থানে শ্রমিক স্বার্থবিরোধী হয়েছে। তারা দ্রুত এই আইন সংশোধনের দাবি জানান।

Bootstrap Image Preview