Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পূজায় যে কোন ধরণের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে নাঃ সহকারি পুলিশ সুপার

খুরশিদ আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০৪:৫০ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার হাসিবুল আলম। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বার্থ হাসিলের জন্য দুষ্কৃতিকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সে দিকে পুলিশ বাহিনীর পাশাপাশি পূর্জা মন্ডব কমিটিকে সেচ্ছাসেবক বাহিনী গঠন করে নিরাপত্তা জোরদার করতে হবে।এছাড়া তিনি সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে আসন্ন শ্বারদীয় দূর্গাপূজায় যে কোন ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে তিনি হুশিয়ারি দেন।

সভায় থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী পূর্জা উদ্যাপন পরিষদের আহবায়ক প্রাণ গোবিন্দ শাহা বাচ্ছু  সাবেক ইউপি চেয়ারম্যান অমল কুমার রায় প্রধান শিক্ষক গোপেনন্দ্র নাথ বর্ম্মন উপাধাক্ষ্য মহাদেব বসাক সাবেক সভাপতি ডিগেন্দ্র নাথ রায় সাবেক সম্পাদক সাধন বসাকসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পূর্জা কমিটির সভাপতি-সম্পাদকরা।

Bootstrap Image Preview