Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য দেশের মানুষ মেনে নেবে না: ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ০১:১৪ PM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ০১:১৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেনের সঙ্গে বিএনপির ‘জাতীয় ঐক্য’র সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একুশে আগস্টের খুনিদের সঙ্গে কোনো ধরনের জাতীয় ঐক্য দেশের মানুষ মেনে নেবে না।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গ্রেনেড হামলাকারী, এর মদদদাতা ও খুনিদের সঙ্গে কোনো ঐক্য দেশের মানুষ মেনে নেবে না। এই ঐক্য টিকবে না।

মন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি জড়িত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদালতের রায়ে অপরাধী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন দণ্ডিত হয়েছেন। তৎকালীন প্রধানমন্ত্রী যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনিও এ দায় থেকে রক্ষা পেতে পারেন না। তারও সাজা হওয়া উচিত ছিল।

এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওই হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে তারেক রহমানের ফাঁসি হওয়া উচিত বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ৪৯ আসামির মধ্যে বাকি ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালত এ রায় দেন। আসামিদের সাজা কারাবাসকালীন সময় থেকে বাদ যাবে। এবং যেসব আসামি দুই মামলায় সাজা পেয়েছেন তাদের একযোগে দণ্ড কার্যকর হবে।

Bootstrap Image Preview