Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নবীগঞ্জে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার, আটক ৩

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮, ১০:৩৪ AM
আপডেট: ১১ অক্টোবর ২০১৮, ১০:৩৪ AM

bdmorning Image Preview


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নে বাজকাশারা গ্রাম থেকে দেশিয় ধারালো অস্ত্র ও রামদাসহ ৩ জনকে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ। 

বুধবার (১০ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- বাজকাশারা গ্রামের মৃত আব্দুল হাফিজের পুত্র আব্দুল খালেক, আব্দুল খালেকের পুত্র জাহাঙ্গীর হোসেন (২৪) এবং আব্দুল হাফিজের পুত্র আব্দুল ছালেক।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে খালেদ মিয়া ও সাবেক মেম্বার মর্তুজ আলীর মধ্যে বিরোধ চলে আসছিল।

এঘটনার জের ধরে মঙ্গলবার রাত ১টার দিকে উভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই মফিদুল হক, এস আই মজহারুল ইসলাম, এস আই সাইফুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় ঘটনাস্থল থেকে ৬টি রামদা, পিস্তল ও বিভিন্ন ধরণের বিপুল পরিমাণে দেশিয় অস্ত্রসহ ৩ জনকে আটক করে পুলিশ।   

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Bootstrap Image Preview