Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বগুড়ায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপ

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ০৭:৪৩ PM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ০৭:৪৫ PM

bdmorning Image Preview


২১আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বগুড়ায় বাসে পেট্রোল বোমার নিক্ষেপের ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। 

আজ বুধবার দুপুর দেড়টায় বগুড়া-ঢাকা মহাসড়ক বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর রাধাঘাট নামক স্থানে টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে নীলফামারী থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ৩ নারী যাত্রী আহত হয়েছে। 

আহতরা হলেন, শামীমা বেগম (২৬), আঞ্জুমান (৫০), মতিয়া বেগম (৪২)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানায়, ২১আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে বগুড়ায় পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থায় ছিল।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ নূর মাহমুদ (২৮) নামের একজনকে আটক করা হয়েছে।
 

Bootstrap Image Preview