Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের দায়ে ৪ জেলের দণ্ড

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮, ১০:৪৯ AM
আপডেট: ১০ অক্টোবর ২০১৮, ১১:০৩ AM

bdmorning Image Preview


ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৪ জেলেকে এক বছরের করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল মঙ্গলবার রাতে সুগন্ধা নদীতে ইলিশ শিকারের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশ্রাফুল ইসলাম চার জেলেকে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পশ্চিম চরদপদপিয়ার আজির মীরের ছেলে জামাল মীর (৪৫), অনুরাগ গ্রামের ছোহরাফ সরদারের ছেলে বাবুল সরদার (৩০), একই গ্রামের মো. শাহীন হাওলাদারের ছেলে সাকিব হাওলাদার (২৮) ও মগড় গ্রামের মৃত ইসহাক মাঝির ছেলে ছিদ্দিক মাঝি (২৯)।

নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় সকালে উপজেলা প্রশাসনের দুটি টিম অভিযানে নামে। অভিযানে সুগন্ধা নদীতে ইলিশ শিকারের দায়ে ৪ জেলেকে ৪ হাজার মিটার কারেন্ট জালসহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে ঝালকাঠি সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আ.ন.ম মুশফিকুস সালেহিন জানান, বিশখালি নদীতে অভিযান চালিয়ে ৫০০ মিটার জাল ও ৪ কেজি ইলিশ মাছ জব্দ করে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Bootstrap Image Preview