Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে কৃষকের কলাগাছ কেটে দিয়েছে দৃর্বুত্তরা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৬:৫০ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৮:২৭ PM

bdmorning Image Preview


ঝিনাইদহের কালীগঞ্জে শত্রুতা করে সাহেব আলী নামের এক কৃষকের ৭৮টি কলাগাছ কেটে দিয়েছে দৃর্বুত্তরা।

গতকাল সোমবার রাতে পৌরসভার বলিদাপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কৃষকের ১২ হাজার টাকা ক্ষতি হয়েছে।

কৃষক সাহেব আলী জানান, তিনি বলিদাপাড়া গ্রামের দুই বিঘা জমির এক পাশে ৩ মাস আগে ৯০টি কলাগাছ লাগান। কলাগাছগুলো অনেক বড় হয়ে হয়েছে। কয়েকদিন পর গাছে ফল ধরবে। গতকাল রাতে দুর্বৃত্তরা তার লাগানো ৭৮টি কলাগাছ মাজা থেকে কেটে দিয়েছে।

তিনি অভিযোগ করেন, বলিদাপাড়া গ্রামের আতাউর রহমানের ৮টি ছাগল তার কলাবাগানে প্রবেশ করে গাছ নষ্ট করছিল। এ সময় ৩টি ছাগল ধরে খোয়াড়ে দিই। এরই প্রেক্ষিতে তারাই হয়তো রাতে এই কলাগাছগুলো কেটে দিয়েছে।

সাহেব আলী জানান, এ বিষয়ে গ্রামের মাত্তবরদের কাছে ও থানায় অভিযোগ দেওয়া হবে। কালীগঞ্জ থানার ওসি ইউনুস আলী জানান, কলা গাছ কাটা বিষয়ে কেউ কোন অভিযোগ থানায় এখনো দেয়নি।

Bootstrap Image Preview