Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বনবিনা না হওয়ায় তালাক, স্ত্রীর মামলায় গ্রেফতার ব্যাংক ব্যবস্থাপক

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০২:২৫ PM
আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০২:২৫ PM

bdmorning Image Preview


বগুড়ার ডাচ্ বাংলা ব্যাংক ধুনট উপজেলা শাখার ব্যবস্থাপক মাসুদ রানাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ধুনট শহরে অত্র ব্যাংকের শাখা কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ রানা উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামের শাহজাহান আলী তালুকদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আন্দরা গ্রামের জিল্লুর রহমানের মেয়ে হেলেনুর নাহারকে বিয়ে করেন মাসুদ রানা। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় প্রায় ৩মাস আগে মাসুদ রানা তার স্ত্রীকে তালাক দিয়েছে। এতে ক্ষুদ্ধ হয়ে হেলেনুর নাহার বাদী হয়ে বগুড়া আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং ১৭৮০/১৮)। ওই মামলায় ২৫ সেপ্টেম্বর আদালত থেকে মাসুদ রানার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারী পরোয়ানা মূলে মাসুদ রানাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

Bootstrap Image Preview