Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'দুর্নীতি ও বাল্যবিবাহ কমাতে মানসিকতার পরিবর্তন দরকার'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৪:৪৪ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৪:৪৪ PM

bdmorning Image Preview


মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুর্নীতি, মাদক ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সোমবার (৮ অক্টোবর) সকালে উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুর কবির পিপিএম।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্নীতি, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধের চিন্তা করলে প্রথমেই প্রয়োজন আমাদের মানসিকতার পরিবর্তন। আমাদের মনে রাখতে হবে এ কাজ প্রশানস বা সরকারের একার না। এ সমস্যা থেকে বেড়িয়ে আসতে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে এক হয়ে কাজ করতে হবে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- চাঁদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. কাজী হাসেম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনায় (ভূমি) শুভাশীষ ঘোষ, সহকারী পুলিশ সুপার রাজন কুমার দাশ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মুন্সি আজিমুদ্দিন কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তার আহমেদ, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লাভলু, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোহন, স্কুর পরিচালনা কমিটির সদস্য মহসীন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে মুন্সি আজিমুদ্দিন কলেজ ও জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ হিসাবে স্কুল ব্যাগ, খাতা ও স্কেল তুলে দওয়া হয়।

Bootstrap Image Preview