Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাত্রীর চিৎকারে ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, একজনকে গুলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৪:৩৪ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৪:৩৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


রাজধানীর খিলগাঁওয়ের খিদমা হাসপাতালের পেছনে রিকশায় থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর চিৎকারে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারী হলেন- রফিকুল ইসলাম মুন্না ও আলামিন (১৯)।

জানা যায়, খিদমাহ হাসপাতালের পেছনে রিকশায় থাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর পথরোধ করে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার দিলে পাশে থাকা পুলিশের একটি দল ছিনতাইকারীদের ধরার চেষ্টা করে।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে এক ছিনতাইকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারী রফিকুল পুলিশের গুলিতে আহত হয়েছেন। পরে উদ্ধার তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন পুলিশ হেফাজতে আছেন।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, খিদমাহ হাসপাতালের সামনে দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার পথরোধ করেন। শিক্ষার্থী চিৎকার দিলে পাশে থাকা পুলিশের একটি দল এগিয়ে আসেন। তারা ছিনতাইকারীদের ধরার চেষ্টা করেন। শুরু হয় ধস্তাধস্তি। একপর্যায়ে এক ছিনতাইকারী এসআই সরোয়ারকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ বাধ্য হয় গুলি ছুড়তে। গুলিটি রফিকের বাম পায়ের হাঁটুতে বিদ্ধ হয়।

তিনি আরও জানান, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও বড় ছুরি জব্দ করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রী ও রিকশাচালক থানা অবস্থান করছেন।মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের কর্মকর্তা।

Bootstrap Image Preview