Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে একই মঞ্চে আওয়ামী লীগ ও বিএনপি

আনিস মিয়া, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৩:৫৪ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৩:৫৪ PM

bdmorning Image Preview


ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার আওয়ামী লীগ ও বিএনপি থেকে আগত প্রায় ১৫০ জন রাজনৈতিক নেতৃবৃন্দ ময়মনসিংহ একই মঞ্চে শান্তিপূর্ণ ও অহিংস নির্বাচনের শপথ গ্রহণ করেছেন।

এই শপথ গ্রহণের মধ্য দিয়ে নগরীর কাচাঁরিঘাটে একটি কমিউনিটি সেন্টারে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে ময়মনসিংহের রাজনৈতিক নেতৃবৃন্দের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে “শান্তিতে বিজয়” ক্যাম্পেইনের আঞ্চলিক উদ্বোধন করা হয়েছে।

ইউএসএআইডি এবং ইউকেএইড এর যৌথ অর্থায়নে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের Strengthening Political Landscape (SPL)  প্রকল্পের আওতায় “শান্তিতে বিজয়” ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে। জাতীয় নির্বাচনের পূর্বে শান্তিপূর্ণ নির্বাচন ও সহনশীল রাজনীতির চর্চা বৃদ্ধিতে, “শান্তিতে বিজয়” ক্যাম্পেইনটি বাংলাদেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দল, প্রার্থী এবং সাধারণ জনগণকে সচেতন করবে ও তাঁদের অংশগ্রহণ করার সুযোগ তৈরি করবে। আজকের আঞ্চলিক উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার আওয়ামী লীগ ও বিএনপি’র নেতৃবৃন্দ রাজনৈতিক সহনশীলতা ও সম্প্রীতির সমর্থনে একসাথে দাঁড়িয়ে সহিংসতার বিরুদ্ধে অঙ্গীকার করেছেন।

আজকের আঞ্চলিক উদ্বোধনী অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে স্বগত বক্তব্য রাখেন ডেপুপি চীফ অফ পার্টি অস্টিন পাওয়ার।

বাংলাদেশ জাতীয়বাদী দলের ময়মনসিংহ উত্তর শাখার  সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার তার বক্তব্যে আসন্ন সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সকল দলের সমান অংশগ্রহণ নিশ্চিত হবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন এবং ময়মনসিংহ দক্ষিণ শাখার  সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ তার বক্তব্যে আসন্ন সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ করতে নিরপেক্ষ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিকল্প নেই বলে অভিমত ব্যাক্ত করেন। তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র সুনিশ্চিত করতে শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প হতে পারে না।

বাংলাদেশ আওয়ামী লীগ এর ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক  এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি এহতেশামুল আলম তার বক্তব্যে আসন্ন সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ করতে প্রতিটি দলকে সংঘাতমূলক রাজনীতি পরিহার করে, শান্তি বজায় রেখে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান।

এছাড়া ময়মনসিংহে শান্তিতে বিজয় ক্যাম্পেইনের এই আঞ্চলিক উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শেরপুর এর বাংলাদেশ জাতীয়বাদী দলের জেলা শাখার প্রতিনিধি মামুনুর রশিদ পলাশ, বাংলাদেশ আওয়ামী লীগ এর জেলা শাখার প্রতিনিধি নাজিম উদ্দিন নাজিম, জামালপুর এর বাংলাদেশ জাতীয়বাদী দলের জেলা শাখার প্রতিনিধি  মোঃ গোলাম রব্বানী, বাংলাদেশ আওয়ামী লীগ এর জেলা শাখার প্রতিনিধি আঞ্জুমানারা হেনা, টাঙ্গাইল এর বাংলাদেশ জাতীয়বাদী দলের জেলা শাখার  মোঃ মাহমুদুল হক  এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর জেলা শাখার প্রতিনিধি আব্দুর রউফ।

‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের মূল লক্ষ্য হল দেশের ১৬ কোটি মানুষের জন্য শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতির পক্ষে একাত্ম হওয়ার মঞ্চ তৈরি করা। রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বিপুল সংখ্যক সাধারণ মানুষের মতবিনিময়ের সুযোগ তৈরি করার জন্য সারাদেশে ‘শান্তিতে বিজয়’ ক্যাম্পেইনের আওতায় আয়োজিত হচ্ছে শান্তি - শোভাযাত্রা, নির্বাচনী প্রার্থীদের সাথে মুখোমুখি সংলাপ, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে গোলটেবিল বৈঠক ও কর্মশালা। সেই সাথে দেশের অনেকগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজে সাড়ম্বরে পালিত হচ্ছে শান্তিতে বিজয় কর্মসূচি। এই অনুষ্ঠানগুলোতে ছাত্র/ছাত্রী, শিক্ষক এবং স্থানীয় নাগরিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ একত্রিত হয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার স্বপক্ষে একসাথে কাজ করার জন্য তরুণ প্রজন্ম ও রাজনৈতিক নেতাদেরকে উদ্বুদ্ধ করছেন।

Bootstrap Image Preview