Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেষ মুহূর্তে রং তুলি নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা

বিক্রমজিত বর্ধন, মৌলভীবাজার প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৩:৪৮ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৩:৫২ PM

bdmorning Image Preview


শরতের শুভ্রতার সঙ্গে শারদীয় দুর্গাপূজার একটা অদ্ভুত মিল আছে হয়ত। তা না হলে বিকেলের আকাশে যখন তুলোর মতো সাদা মেঘগুলোকে উড়তে দেখি তখন শৈশবের পূজা দেখার দিনগুলোর কথা মনে পড়বে কেন? ষড়ঋতুর এ দেশে শরত আসে বরষার রিনিঝিনি শেষে। বরাবরের মতো আসে দূর্গা পূজাও। এবারও প্রকৃতিতে শরতের শুভ্রতার সঙ্গে আসছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দূর্গোৎসবকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে সাজ সাজ রব। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যই দেবী দুর্গার স্বর্গ থেকে আগমন ঘটেছিল মর্ত্যলোকে। এরই ধারাহিকতায় হিন্দুধর্মাবলম্বীরা প্রতি বছর শারদীয় উৎসব হিসেবে দুর্গাপূজা উদযাপন করে আসছে। আগামী ১৫ অক্টোবর সোমবার ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা।

বিগত বছরের তুলনায় এ বছর বিভিন্ন ধরণের আলোকসজ্জার বর্ণালী বাহারে সাজানো হচ্ছে প্রতিটি পূজা মণ্ডপ। হাতে আর মাত্র কয়েকদিন বাকি। তাই কারিগররাও থেমে নেই। দিনরাত কাজ করে যাচ্ছেন পূজা মণ্ডপের সাজসজ্জার।

সরেজমিনে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, মণ্ডপে মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। শেষ পর্যায়ের প্রস্তুতি হিসেবে মণ্ডপগুলোতে দুর্গা প্রতিমার মূর্তিতে রং-তুলির আঁচড়ের কাজ চলছে বেশ জোরেসুরে। অন্যদিকে চলছে সাজসজ্জা, আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি ও ডেকোরেশনসহ অন্যান্য কাজ।

এব্যাপারে জেলার বিভিন্ন উপজেলার পূজা মণ্ডপের প্রতিমা শিল্পীদের সাথে কথা বলে জানা যায়, ইতোমধ্যে অধিকাংশ পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। শেষ মুহূর্তে মৃৎ শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় প্রতিমায় রংয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন।

বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক পঙ্কজ রায় মুন্না এই প্রতিনিধিকে জানান, এই বছর মৌলভীবাজার সদরসহ জেলার বিভিন্ন উপজেলায় মোট ৮'শ ৪২টি মণ্ডপে সার্বজনীনভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর ব্যক্তিগতভাবে ১'শ ৫০টির মতো মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব পালিত হবে।

তিনি আরো বলেন, ইতোমধ্যে দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সাথে আমাদের একাধিকবার আলোচনা হয়েছে। আমরা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছি। সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে শারদীয় দূর্গোৎসব পালিত হয় এই বিষয়ে আমরা জেলা পূজা উদযাপন পরিষদ একযোগে কাজ করে যাচ্ছি।

শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেন,আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশ প্রশাসনসহ আনসার সদস্যরা সার্বক্ষণিক নজরদারি রাখবেন।

তাছাড়া পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থাও থাকবে। পূজা মণ্ডপগুলোর রাস্তায় মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই বিষয়ে প্রশাসনের বিশেষ দৃষ্টি থাকবে। পূজা মণ্ডপ পরিদর্শনে আশা ভক্তদের সুবিধার জন্য যানবাহন নিয়ন্ত্রণের বিষয়টি বিশেষ নজরদারিতে থাকবে বলে জানান তিনি। 


 

Bootstrap Image Preview