Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদক-জঙ্গীসহ সকল অপরাধ নির্মূলে কাজ করবে পুলিশঃ এস পি মাসুদ

 রিদুয়ান হাফিজ, (চকরিয়া-পেকুয়া) কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১০:৩৪ AM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১০:৩৪ AM

bdmorning Image Preview


বাংলাদেশ পুলিশ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক থানার তদন্ত কেন্দ্রের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার বিএমচর ইউনিয়নের বহদ্দার কাটায় উক্ত অনুষ্ঠান করা হয়েছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যত দ্রুত সম্ভব চকরিয়ার মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের স্থায়ী ভবন নির্মাণ কাজ হাতে নেওয়া হবে। তিনি এলাকার অপরাধ দমনে ও শান্তি শৃংখলা প্রতিষ্ঠায় উক্ত তদন্ত কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন।

এসপি মাসুদ হোসেন আরো বলেন, মাদক চোরাকারবারি, ডাকাত-সন্ত্রাসী তাদের কোন দল থাকতে পারে না। এসব অপরাধীরা যত বড়ই হোক না কেন তাদের কোন ছাড় নেই। যেমনি ভাবে মাদক ও জঙ্গীদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করা হয়েছে তেমনি ডাকাত-সন্ত্রাসী, অস্ত্রধারীদের বিরুদ্ধে এ্যাকশন চালানো হবে। এজন্য জেলা পুলিশ সার্বক্ষণিক কাজ করবে। তিনি পুলিশের পাশাপাশি এলাকার জনসাধারণকে অপরাধ নির্মূলে কাজ করার আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো: মতিউল ইসলাম, চকরিয়া উপজেলা কমিউনীটি পুলিশিংয়ের সভাপতি এটিএম জিয়া উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান বদিউল আলম, পূর্ববড়ভেওলা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, মাতামুহুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর নাজমুল হক কামাল, সহকারী ইনচার্জ অরুন চাকমা প্রমূখ।

Bootstrap Image Preview