Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জোবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৮:৪৮ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৯:২৯ PM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শ্রী দিলীপ কুমার দেব।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার রায়।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, উপ-প্রচার সম্পাদক আল-রাজি জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আনিছুর রহমান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা, গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অসিম কুমার, সদস্য অঞ্জন কুমার প্রমূখ।

পরে সর্বসম্মতিক্রমে উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্তকে সভাপতি ও সুকুমার চন্দ্র সরকারকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

 

Bootstrap Image Preview