Bootstrap Image Preview
ঢাকা, ১৪ মঙ্গলবার, মে ২০২৪ | ৩০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৫:০১ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৫:০১ PM

bdmorning Image Preview


ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট পৌর এলাকায় ২০১২-২০১৮ সাল পর্যন্ত নতুন ১ হাজার ৫০০ নতুন ভোটারের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে ধুনট পৌরসভা প্রাঙ্গণে জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবর রহমান এমপি।

এ উপলক্ষে ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ম সম্পাদক মহসীন আলম, পৌর আওয়ামী লীগের আহবায়ক আশেকুর রশিদ হেলাল, ধুনন প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, পৌরসভার সচিব শাহীনুর ইসলাম, কাউন্সিলর শাহজাহান আলী প্রমুখ।

প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকার ও স্বপ্নদ্রষ্টা। সরকার জনসাধারণের ভাগ্যন্নয়নের লক্ষ্যে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিনির্ভর সোনার বাংলা গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। উন্নয়নের ধারা অক্ষুন্ন রেখে দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করতে সরকারের আন্তরিকতার কমতি নেই।

তিনি বলেন, আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল মানুষের মুখে হাসি ফোটানো। আমরা সেলক্ষ্যে কাজ করেছি, তাই দেশের মানুষ এখন সুখে-শান্তিতে আছে। দেশে উন্নয়নের যে ধারা বইছে তাতে জনগণ বুঝতে পারছে, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকারের কোনো বিকল্প নেই।

Bootstrap Image Preview