Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভালোবেসে দেশের সব নদী ও জায়গার নাম মুখস্থ করেছেন হকার উজ্জল

সৈয়দ রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৩:৫৭ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৩:৫৭ PM

bdmorning Image Preview


পত্রিকার হকার উজ্জল হোসেন (৩০)। শিক্ষা জীবনের শুরুতে লেখাপড়ায় ছিল ভাল। কিন্তু সংসারের অভাব-অনটনের কারণে অষ্টম শ্রেণির পর আর স্কুলে যাওয়া হয়নি তার। শিশুকাল থেকে তার জানার আগ্রহ প্রবল। আর এই আগ্রহের কারণেই সে মুখস্থ করে ফেলেছে বাংলাদেশের সকল জেলা ও উপজেলা নাম। সে বলে দিতে পারে কোন জেলায় কতটি উপজেলা রয়েছে এবং সেগুলির নাম।

সে প্রতিদিন সকালে পত্রিকার এজেন্ট আবু হোসেনের নিকট থেকে পত্রিকা সংগ্রহ করে নির্ধারিত এলাকা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ও এর আশপাশেরের বিভিন্ন সড়কের নবাবগঞ্জের ভাদুরিয়া বাজার হতে বিরামপুর পর্যন্ত প্রতিটি বাজারে পাঠকদের কাছে পত্রিকা সরবরাহ করে।

উজ্জল হোসেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কুশলপুর গ্রামের গোলাম হোসেনের পুত্র। অষ্টম শ্রেণি পাশ করা উজ্জল দেশকে ভালোবেসে দেশ পরিচিতি তার নখদর্পণে নিয়েছে। সে বলতে পারে সবগুলো জেলার নাম, জেলার সদর, মহকুমা, কোন জেলার উপর দিয়ে কোন নদী প্রবাহিত, সীমান্তবর্তী জেলার নাম এবং গঞ্জ ও সিরাজগঞ্জ, দিনাজপুর জেলার নাম।

এছাড়া দেশে কতগুলি উপজেলা, কোন জেলায় কত উপজেলা এবং কতগুলি উপজেলা ও গঞ্জের নাম। মেধাবী পত্রিকা বিক্রেতা উজ্জল হোসেন বলেন, এই সমগ্র বিশ্বে যত দেশ রয়েছে সেই দেশ গুলির কোথায় কি রয়েছে তার সবই আমি জানতে চাই।

Bootstrap Image Preview