Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অশ্বরের বিনাশ কল্পে প্রতিমা তৈরিতে ব্যস্ত আত্রাইয়ের মৃৎ শিল্পীরা

অর্ধশত মন্ডপে পূজার প্রস্তুতি 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ১২:২২ PM
আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ১২:২২ PM

bdmorning Image Preview


সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজাকে ঘিরে নওগাঁর আত্রাইয়ের অর্ধশত মন্ডপে চলছে পূজার প্রস্তুতি। মৃৎ শিল্পীর রঙ তুলির আঁচড়ে মূর্ত হয়ে উঠেছে দেবী দুর্গার রুপ। শিল্পীদের নিপুন হাতে ইতোমধ্যে মাটির কাজ প্রায় শেষ করে চলছে এখন রঙ তুলির কাজ। শিল্পীর রঙ তুলির আঁচড়ে গড়ে তোলা হচ্ছে দশভূজা দেবীদুর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তী। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবীদুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক।

প্রতি বছর অশ্বরের বিনাশ কল্পে মা দেবী দুর্গা এই ধরাধামে আবির্ভুত হয়। তাই সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন, সমাজ থেকে অন্যায় অবিচার গ্লানি দুর করার জন্যই এই পূজার আয়োজন।

এদিকে উপজেলার সকল হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে বরণ করতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। দেবী মায়ের জন্য তাদের এখন শুধু অপেক্ষার পালা। এরই সুবাদে ঘরে ঘরে চলছে আনন্দ উৎসব ও পূজার প্রস্তুতি। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১৫অক্টোবর থেকে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৯ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।

ইতিমধ্যে উপজেলার বিভিন্ন দুর্গা মন্দিরগুলো ঘুরে দেখা যায়, শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক কাজ প্রায় শেষের দিকে। উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্যমতে এবার ৫১টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

ভবানীপুর গ্রামের শ্রী নয়ন মালাকার বলেন, ছোটবেলা থেকে কাদামাটি ও রঙ তুলির সঙ্গে বেড়ে ওঠা নয়ন মালাকারের জন্মস্থান নওগাঁ জেলার আত্রাই থানার ভবানীপুর গ্রামে। এখানে তিনি প্রতিমা তৈরি করে থাকেন। প্রতি বছর তিনি ২৫ থেকে ৩০ সেট প্রতিমা তৈরির অর্ডার নেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ইতোমধ্যে ৭ সেট প্রতিমা ডেলিভারি দিয়েছেন তিনি। প্রতি সেট প্রতিমা তৈরিতে ব্যয় হয় প্রায় ১৫ হাজার টাকা। তা আবার বিক্রি হয় ২৫ হাজার টাকায়।

এ বিষয়ে ভবানীপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি শ্রী অনুপ কুমার বাদলের সাথে কথা বললে তিনি জানান, বর্তমান সরকার তাদের সার্বিকভাবে সহযোগীতার পাশাপাশি আর্থিক ভাবেও সহযোগীতা করে আসছে।

পূজাকে সামনে রেখে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন জানান, শান্তিপূর্ণ ভাবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ দৃষ্টি রাখছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তিন স্থরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও মাঝারি ঝুঁকিপূর্ণ মন্ডপগুলোতে বিশেষ নজরদারী রাখা হবে। পাশাপাশি সবকটি পূজা মন্ডপ গোয়েন্দা নজরদারিতে থাকবে বলেও জানান তিনি।  

Bootstrap Image Preview