Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'পার্বত্য জনপদের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১০:২৪ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১০:২৪ PM

bdmorning Image Preview


বান্দরবান প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য জনপদের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। দুর্গম থানচি উপজেলা এখন উন্নয়নে দৃশ্যমান। গত ১০ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের খাদ্যবান্ধব চাল বিক্রয় কেন্দ্রে ১০ টাকা মূল্যে ৩৫০ জন হতদরিদ্র পরিবারকে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, থানচি উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ, থানচি কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, রেমাক্রী উচ্চ বিদ্যালয়, বহুতল উপজেলা পরিষদ ভবন, মাল্টিমিডিয়ার পারপাস ভবন, পুলিশের জন্য ৩ তলা ভবন, থানচি আলীকদম সড়ক নির্মাণ, থানচি সদর হতে লিক্রি পর্যন্ত সড়ক নির্মাণ, সাগু নদীর উপর সেতু নির্মাণের ২০১২ সালে ১৭ই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগমন ও শুভ উদ্ভোধন, থানচি বলিপাড়া বাজারসহ বিভিন্ন গ্রামে গঞ্জে বিদ্যুতায়নসহ অসংখ্য উন্নয়ন করা হয়েছে। আগামিতেও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের সাড়ে ২৮ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ভবন উদ্ভোধন, বলিপাড়া বাজার হাই স্কুলের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও বলিপাড়া বৌদ্ধ বিহারে সীমা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে বলিপাড়া নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীতে ত্রিপুরাদের নবান্ন উৎসবে যোগদান করেন।

এ সময় বান্দরবানে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল জামান, ৩৮ ব্যাটালিয়ানে অধিনায়ক মেজর মোঃ হাবিবুর হাসান (পিএসসি), উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, নির্বাহী অফিসার আরিফুল ইসলাম মৃদুল, বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview