Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে তিন দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা সমাপ্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১০:১৮ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১০:১৮ PM

bdmorning Image Preview


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে নানা উৎসব আয়োজন ও আনন্দের মধ্যদিয়ে শেষ হলো তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা।

গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ মেলা শুরু হয়। শনিবার (৬ অক্টোবর) তা আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

উন্নয়ন মেলাকে ঘিরে ছিল রচনা, চিত্রাঙ্কন, বিতর্ক ও কুইজসহ অন্যান্য প্রতিযোগিতা। ছিল প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সকাল থেকে সমাপ্তি পর্যন্ত দর্শকদের ভীড় লক্ষণীয় ছিল। প্রতিটি সময়ে ছিল উৎসবের আমেজ।

মেলাকে কেন্দ্র করে সরকারি সকল দফতর, বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল স্টলের মধ্যে ছিল সাজ গোজের এক ধরনের প্রতিযোগিতা। কে কতটা আকর্ষণ সৃষ্টি করতে পারে এই নিয়ে ছিল নিরব সাজ-গোজ।

৪ অক্টোবর স্থানীয়ভাবে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজজামান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন সরকার, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলনসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক বৃন্দ, এনজিও প্রতিনিধি প্রমুখ।

মেলার ছিল ১০০টি স্টল। স্টলগুলোতে সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে স্ব স্ব দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে জনগণকে বোঝাতে সক্ষম হন।

তিন দিনব্যাপী মেলার শেষে বিচারকদের বিচারে শনিবার সরকারি দফতরের মধ্যে শ্রেষ্ঠ স্টলের ১ম পুরস্কার গ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়, ২য় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় ও ৩য় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়। শ্রেষ্ঠ স্টল অন্যান্যদের মধ্যে ১ম উপজেলা মহিলা, জাতীয় মহিলা সংস্থা ও ওয়ান স্টপ ক্রাইসিস সেল, ২য় এনজিও সমন্বয় পরিষদ, ৩য় ওয়াইফাই জোন।

শ্রেষ্ঠ স্টল ইউনিয়ন পরিষদ সমূহের মধ্যে ১ম বুড়িগোয়ালিনী ইউপি, ২য় কাশিমাড়ী ইউপি ও ৩য় শ্যামনগর সদর ইউপি। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 'ক' গ্রুপে ১ম তৃণা, ২য় সুমাইয়া ও ৩য় রাজন মিস্ত্রী। 'খ' গ্রুপে ১ম রাজ্ঞী মন্ডল, ২য় প্রতিভা কর্মকার ও ৩য় শর্বরী কর্মকার উভয় শ্যামনগর মর্ডাণ স্কুল। 'গ' গ্রুপে ১ম প্রশান্তি গুহ, ২য় তানিয়া রহমান নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ৩য় রিয়াশা মন্ডল।

বিতর্ক প্রতিযোগিতা বিজয়ী দল কাঁঠালবাড়ীয়া এজি হাই স্কুল ও রানার্স আপ নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। কুইজ 'ক' বিভাগে ১ম নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ২য় গোবিন্দপুর এএইচ উচ্চ বিদ্যালয় ও ৩য় ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। 'খ' বিভাগে ১ম কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়, ২য় গোবিন্দপুর এএইচ উচ্চ বিদ্যালয় ও ৩য় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। 'গ' বিভাগে ১ম শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ ও ২য় গোবিন্দপুর এএইচ উচ্চ বিদ্যালয়।

Bootstrap Image Preview