Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকা বাড়ি আর সাইকেল পাচ্ছেন সেই আজহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ১০:১১ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ১০:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রায় ২০ বছর ধরে নওগাঁর মান্দা ফেরিঘাট চৌরাস্তায় ও মহাদেবপুর ব্রীজের পাশে স্বেচ্ছাশ্রমে ট্রাফিক সেবা দিয়ে আসছেন ভূমিহীন আজাহার আলী। তিনি একজন আনসার সদস্য। এবার তাকে নতুন পাকা বাড়ি তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন পুলিশ সুপার ইকবাল হোসেন।

অন্যদিকে তাকে একটি নতুন সাইকেল দেবেন বলে জানিয়েছেন জেলা আনসার ও ভিডিপির কমান্ডেন্ট অম্লান জ্যোতি নাগ। এছাড়া জেলা পুলিশের রেশন থেকে প্রতি মাসে তাকে সহযোগিতা করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

শনিবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার ।

নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, বিনা পয়সার ট্রাফিক সেবাদানকারী আজাহার আলীর মহৎ কাজে পুলিশ সবসময় সহযোগিতা করবে। শুরুতেই তার জন্য একটি পাকা বাড়ি তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এরইমধ্যে সেই কাজও শুরু করা হয়েছে। দ্রুতই আজাহারকে ইটের তৈরি একটি নতুন বাড়ি উপহার দেওয়া হবে। এতে এই পরোপকারীর বাসস্থানের সমস্যা আর থাকবে না।

এ ব্যাপারে মান্দা থানার পরিদর্শক মাহবুব আলম জানান, লক্ষীরামপুর গ্রামের আজাহারের বাড়ি তৈরির ইট, বালু ও অন্যান্য জিনিসপত্র সংগ্রহ চলছে। সপ্তাহ খানেকের মধ্যেই নির্মাণকাজ শুরু হবে।

জেলা আনসার ও ভিডিপির কমান্ডেন্ট অম্লান জ্যোতি নাগ জানান, অল্প দিনের মধ্যেই আজহারকে নতুন একটি বাইসাইকেল প্রদান করা হবে। যাতে তিনি বাড়ি থেকে ফেরিঘাট চৌরাস্তায় যাওয়া আসা করতে পারেন।

Bootstrap Image Preview