Bootstrap Image Preview
ঢাকা, ১০ শুক্রবার, মে ২০২৪ | ২৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'মাদরাসা শিক্ষা হচ্ছে এখন আধুনিক শিক্ষা'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০৮:০৪ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০৮:০৪ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁও প্রতিনিধি:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, মাদরাসা শিক্ষা হচ্ছে এখন আধুনিক শিক্ষা। বিজ্ঞানের পাশাপাশি এই মাদরাসা শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার।

শনিবার (৬ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা আক্চা ইউনিয়নের পুরাতন ঠাকুরগাঁও দাখিল মাদরাসার নির্মিতব্য চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, মাদরাসা থেকে শিক্ষাগ্রহণ করে এখন অনেকেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তাই মাদরাসাকে ছোট করে দেখার কোন সুযোগ নেই।

তিনি বলেনগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত ভোট কেন্দ্রগুলোতে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছিল। শুধু তাই নয়, তারা প্রিজাইডিং অফিসারকেও হত্যা করেছে। এ ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনের নাম করে পুলিশসহ সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। বিএনপি-জামায়াত কখনো দেশের উন্নয়নের কথা চিন্তা করে না।

রমেশ চন্দ্র সেন আরও বলেনবিএনপি-জামায়াত একটি জঙ্গি দল। তাদের মদদে দেশে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছিল, আর এই জঙ্গিবাদকে শক্তহাতে দমন করেছে আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের জঙ্গিবাদের কোন ঠাঁই নেই। জঙ্গিবাদ দমনসহ দেশের উন্নয়নে বিপ্লব ঘটিয়েছে আওয়ামী লীগ।

মাদরাসাটির ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনআক্চা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, আক্চা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে পুরাতন ঠাকুরগাঁও দাখিল মাদরাসা ও বলিতাপুকুর দাখিল মাদরাসার নির্মিতব্য একাডেমিক ভবনের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ৮ কোটি টাকা। ভবন দুটি নির্মাণ হলে ওই এলাকার প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী পাঠদানের সুযোগ পাবে।

Bootstrap Image Preview