Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফতুল্লায় ডায়িং কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত ১, আহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০১৮, ০২:০২ PM
আপডেট: ০৬ অক্টোবর ২০১৮, ০২:০২ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডায়িং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তার নাম সেলিম মিয়া। তিনি মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বাবুল খানের ছেলে।

শনিবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেলিমের মৃত্যু হয়।

এর আগে ভোরে ফতুল্লার দক্ষিণ শিহাচর লালখা খানকার মোড় এলাকার আল নাসির ওয়াশিং ডায়িং কারখানায় বিস্ফোরণে সেলিম ও আব্দুল্লাহ নামের দুই শ্রমিক দগ্ধ হন।

ফতুল্লা মডেল থানার এসআই আমিনুল ইসলাম বলেন, কারখানার ম্যানেজার জয় জানিয়েছেন, দগ্ধ সেলিম মারা গেছেন। আর কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

তিনি বলেন, ঘটনার পর পর মালিক ইস্রাফিল কারখানার গেট তালাবদ্ধ করে আত্মগোপন করেছেন। বিস্ফোরণে দগ্ধ আব্দুল্লাহ নামে আরেকজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

কারখানার শ্রমিকরা জানান, ভোরে বয়লার বিস্ফোরণে কারখানার টিনের চাল উড়ে যায়। এসময় সেলিম ও আব্দুল্লাহকে গুরুতর অবস্থায় কারখানা থেকে নিয়ে যান মালিক পক্ষের লোকজন।

এরপর কারখানার গেটে তালা দিয়ে মালিকপক্ষও চলে যায়। বাইরে থেকে দেখা যায় কারখানার টিনের চাল বিস্ফোরণে উড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা আরও জানান, শাহআলম ডায়িং কারখানার জমিটি ভাড়া দিয়েছেন এক ব্যক্তির কাছে। সেই ব্যক্তির নামে কারখানাটির নাম রাখা হয়েছে।

Bootstrap Image Preview