Bootstrap Image Preview
ঢাকা, ১১ শনিবার, মে ২০২৪ | ২৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভৈরবে দীর্ঘ দেড়যুগ পর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌর যুবলীগের সম্মেলন

রাজীবুল হাসান , ভৈরব প্রতিনিধি 
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৮:২০ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৮:২০ PM

bdmorning Image Preview


ভৈরবে দীর্ঘ দেড়যুগ পর উপজেলা পৌর স্বেচ্ছাসেবক লীগ এবং পৌর যুবলীগের সন্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী অক্টোবর উপজেলা পৌর স্বেচ্ছাসেবক লীগ এবং ১৮ অক্টোবর পৌর যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করে দলটি

 এর আগে ১৯৯৮ সালে ভৈরব উপজেলা পৌর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একটি আহবায়ক কমিটি করা হয় এবং পৌর কমিটি করা হয়েছিল

 এরপর ২০০৫ সালে পৌর যুবলীগের সম্মেলন করে কমিটি করা হয় দীর্ঘদিন যাবত পুরানো কমিটি দিয়ে দল পরিচালনা করা হয়

এর আগে ১২ বছর পর গত বছর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন করে নতুন কমিটি ঘোষণা করে নতুন কমিটিতে সভাপতি পদে লহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সেন্টু নির্বাচিত হয় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়ে ভোটে পরাজিত হয়

এদিকে এই বছরেই পৌর ওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয় সভাপতি পদে এসএম বাকী বিল্লাহ সাধারণ সম্পাদক পদে তিক হমেদ সৌরভ নির্বাচিত হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুটি সম্মেলনকে কেন্দ্র করে ভৈরবে আওয়ামী লীগের রাজনীতি এখন সগরম হয়ে উঠেছে দুটি সম্মেলনেই স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা যায়

জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগের আসন্ন সম্মেলনে সভাপতি পদে সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হেকিম রায়হান সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেন জামাল এবার প্রার্থী হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে এই দুটি পদে আর কোন প্রার্থী এখনও দেখা যাচ্ছেনা

 পৌর স্বেচ্ছাসেবক লীগে সভাপতি পদে শামীম হমেদ খোকন, শেখ রাজুসহ অনেকের নামই শোনা যাচ্ছে সাধারণ সম্পাদক পদে রাকিব রায়হান ছাড়া এখনও কারো নাম শোনা যায়নি এসব প্রার্থীরা প্রচারণা শুরু করেছে

 পৌর যুবলীগ সম্মেলনে সভাপতি পদে ইকবাল হোসেন, জিল্লুর রহমান,ইমরান হোসেন ইমন, আবদুর রহমানসহ অনেকের নাম শোনা যাচ্ছে এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আল মিন সৈকত মাহমুদুল হাসান রিগানের নাম শোনা গেলেও এই পদে আর কেউ প্রচারণা করতে দেখা যায়নি তবে প্রচারণায় আল আমিন এখন এগিয়ে আছে বলে মনে করেন দলীয় নেতাকর্মীরা

ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু জানান, এশিয়ার মধ্য অাওয়ামী লীগ একটি বৃহৎ দল দলে অনেক নেতা কর্মী আছে তাই দেরিতে হলেও দুটি সংগঠনের সম্মেলন আমরা ঘোষণা করেছি আশা করি সফল সম্মেলন করে এবার নতুন নেতাদের নির্বাচিত করব

Bootstrap Image Preview