Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিদ্রোহ করলে খবর আছে: কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৬:৪৯ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৬:৪৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেছেন, 'বিদ্রোহ করলে খবর আছে। বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার। নির্বাচনে একজনকেই মনোনয়ন দেওয়া হবে। সুতরাং দলের স্বার্থে তার সাথেই কাজ করতে হবে।'

শুক্রবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় গণসংযোগে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, 'প্রার্থী হতে চাওয়া গণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রার্থী হতে গিয়ে ঘরের মধ্যে ঘর করবেন না। মশারির মধ্যে মশারি লাগাবেন না। যাকে মনোয়ন দেওয়া হয় তিনি বাকি প্রার্থীদের শত্রু ভাববেন না।'

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সবাইকে দলের পক্ষে কাজ করতে হবে। কোনো অপকর্ম করবেন না। চায়ের স্টলে কারও ব্যাপারে গীবত করবেন না। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের শত্রু হয়, তাহলে বাইরের শত্রুর প্রয়োজন হবে না।

তিনি বলেন, 'আমাদের বিরোধী বিএনপি, আওয়ামী লীগ নয়। ঘরের মধ্যে ঘর বানাবেন না। মশারির মধ্যে মশারি খাটানো চলবে না। তাহলে নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন। নেত্রী এসব বিষয়ে অত্যন্ত কঠোর।'

বিএনপির সমালেচনা করে কাদের বলেন, 'কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের উপর ভর করে নিরাপদে ক্ষমতায় যেতে চেয়েছিল বিএনপি। বিদেশিদের কাছে গিয়ে নালিশসহ কান্নাকাটি করে তাদের কোনো লাভ হয়নি।'

কাদের বলেন, এবার বিএনপি ক্ষমতায় এলে ২০০১ সালের চেয়েও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে। একদিনে লাশের পাহাড় বানাবে এবং রক্তের বন্যা বইয়ে দেবে। তাই শেখ হাসিনার সরকার আরেকবার দরকার। এর পর কি হবে, সেটা পরে দেখা যাবে।

Bootstrap Image Preview