Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

`ডিজিটাল আইনে সাংবাদিকদের ভয় পাওয়ার কিছু নেই’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৬:৩১ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৬:৩১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ডিজিটাল বাংলাদেশে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে যারা গুজব সৃষ্টি করবে তাদের ছাড় দেয়া হবে না। এসব গুজব সৃষ্টিকারীদের সরকার কঠোর হাতে দমন করবে। তবে সাংবাদিকদের ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন তথ্যসচিব আবদুল মালেক।

শুক্রবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটায় পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার নামের কাছে অনেক নাম ম্লান হয়ে গেছে উল্লেখ করে তথ্যসচিব বলেন, আন্তর্জাতিক যত সংস্থা প্রকাশনা বের করে তাদের কোনো প্রকাশনায় বাংলাদেশের বুভুক্ষ কোনো মানুষের ছবি এখন আর ছাপা হয় না। উন্নত দেশের তালিকায় বাংলাদেশের ছবি ছাপা হয়।

কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লার সভাপতিত্বে কুয়াকাটা পর্যটন যুব পান্থনিবাস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য সচিব আরও বলেন, প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগে রয়েছে নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, আশ্রয়ণ প্রকল্প, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা সহায়তা কর্মসূচি ও একটি বাড়ি একটি খামার প্রকল্প। এসব পদক্ষেপের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।

এর আগে অনুষ্ঠানের শুরুতে তাকে বিভিন্ন সংগঠনের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে একটি মানপত্র তুলে দেন সোহাগ রহমান।

Bootstrap Image Preview