Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘বাংলাদেশের খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার রাজ্য দলে খেলার যোগ্য নয়’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০১:৪২ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০১:৪৬ PM

bdmorning Image Preview


২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ড্র করেছিল বাংলাদেশ দল। ২০ রানে টেস্টটি জিতে প্রথম বারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জেতার স্বাদ পেয়েছিল তামিম-সাকিবরা।তবে এমন জয়ের পরও বাংলাদেশ দলকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের চোখেই দেখেছিল অস্ট্রেলিয়ার দল।

সম্প্রতি অস্ট্রেলিয়া দলের ভেতরকার খবর নিয়ে একটি বই লিখেছেন গিডিওন হেইয়ের। নাম ‘ক্রসিং দ্য লাইনার’। প্রকাশের অপেক্ষায় আছে বইটি। তবে কিছু অংশ টিজার হিসেবে প্রকাশ পেয়েছে। সেখানে বাংলাদেশ সম্পর্কে তাদের অবজ্ঞা স্পষ্ট হয়েছে।

২০১৭ সালের ওই সিরিজে অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স প্রধান ছিলেন প্যাট হাওয়ার্ড। প্রথম টেস্টে হারের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে একটি মেইল করেন তিনি। সেখানে প্রথমে টেস্টে দলের হার নিয়ে নিজের হতাশা তুলে ধরেন হাওয়ার্ড এবং ওই হারের দায়ও নিজের ঘাড়ে নেন।

হাওয়ার্ড তার মেইলের একটি অংশ লিখেছিলেন, ‘বাংলাদেশের কাছে প্রথম কোনো টেস্ট হারলাম মাত্র। আমি ব্যক্তিগতভাবে লজ্জিত এবং এর দায় নিচ্ছি। এর ফলে যে সমালোচনাই করা হোক মেনে নিতে রাজি। আপনারা জানেন, এই ফলাফল কতটা লজ্জাজনক। একইসাথে এটাও সত্য, যাদের কাছে আমরা আজ হেরেছি, তারা হয়তো আমাদের রাজ্য দলে সুযোগ পাওয়ার যোগ্যতাটুকুও রাখে না।’

অস্ট্রেলিয়া দলের এই দম্ভ কোনো ভাবেই ক্রিকেটের স্পিরিটের সাথে যায় না তা নিশ্চিত করেই বলা যায়। সাম্প্রতিক সময়ে একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়নের তকমা পাওয়া দলটিই ভুগছে ইমেজ সংকটে। মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল ট্যাম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকে নির্বাসিত হতে হয়েছে তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে। যা তাদের অনেক অর্জনের উপরই প্রশ্ন তুলেছে।

Bootstrap Image Preview