Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরসরাই জঙ্গি আস্তানায় বোম্ব ডিসপোজাল টিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ১০:০৭ AM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ১০:০৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রামের জোড়ারগঞ্জ এলাকার একটি জঙ্গি আস্তানায় র‍্যাব- এর অভিযান চলছে। ঢাকা থেকে আসা রাবের বোম্ব ডিসপোজাল টিম পৌঁছানোর পর সকাল ৯টায় অভিযান শুরু করেছে

শুক্রবার (৫ অক্টোবর) ভোররাত ৩টা থেকে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার চিনকি আস্তানার কাছাকাছি ‘চৌধুরী ম্যানসন’ নামে ওই বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব-৭। র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিনতানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-এর আইন মিডিয়া উইং-এর পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোড়ারগঞ্জ বিএসআরআরএম স্টিল মিল বারইয়ার হাটের মাঝামাঝি সোনা পাহাড় এলাকার একটি বাড়িতে অবস্থান নেয়া জঙ্গিদের সঙ্গে রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত তাদের গুলিবিনিময় হয়।'

'এসময় বাড়ি থেকে কয়েকটি বোমা বিস্ফোরণ করা হয় সকালে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল টিম (বোমা নিষ্ক্রিয়কারী দল) এসেছে তারা সকাল ৯টার দিকে বাড়ির ভেতরে ঢুকেছে তারা ফিরলে সেখানে কেউ হতাহত হয়েছেন কি না বা সেখানে অস্ত্র বিস্ফোরক আছে কি না তা জানা যাবে।'

বাড়ির মালিক ও কেয়ারটেকারসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার কথাও জানিয়েছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।

র‍্যাব যাদের জঙ্গি বলে সন্দেহ করছে, তারা এ বাড়িতে গত ২৯ সেপ্টেম্বর থেকে অবস্থান করছে বলে জানান তিনি। র‌্যাবের সন্দেহ, সেখানে চার থেকে পাঁচ জঙ্গি রয়েছে।

Bootstrap Image Preview