Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালাচ্ছে র‌্যাব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ০৯:৪১ AM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ০৯:৪২ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোড়ারগঞ্জ এলাকায় একটি ‘জঙ্গি আস্তানায়’ অভিযান চালাচ্ছে র‌্যাব। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি বাড়িতে গড়ে ওঠা 'জঙ্গি আস্তানা' ঘিরে রেখেছে র‌্যাব-৭ এর কয়েকটি ইউনিট।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে 'চৌধুরী ম্যানশন' নামের সেমি পাকা ওই বাড়ি ঘিরে রাখা হয়েছিল। এরপর র‌্যাবকে লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি ছুঁড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে উভয়ের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। ভোর পৌনে ৪টা নাগাদ র‌্যাবের তরফ থেকে ভেতরে থাকা জঙ্গি সদস্যদের আত্মসমর্পন করতে বলা হয়। এসময় ঘরে থাকা জঙ্গি সদস্যরা দুটি শক্তিশালী বোমা ফাটায়। এর পর আর ঘরের ভেতর কারো কোনো সাড়া শব্দ মেলেনি। 

স্থানীয় লোকজন জানায়, ভোর পৌনে চারটার দিকে দুটি বোমা ফাটে। এসময় বোমার বিকট শব্দে পুরো গ্রাম কেপে ওঠে। চৌধুরী ম্যানশনের টিনের চাল ‍উড়ে যায়।  

স্থানীয় ইউপি সদস্য মনিরুল হক জানান, চৌধুরী ম্যানশন নামের ওই বাড়ির মালিক মাজহারুল হক নামের এক ব্যক্তি। তিনি উপজেলার ইছাখালী ইউনিয়ন এলাকারে বাসিন্দা। বছর খানেক আগে জমি কিনে সোনাপাহাড় এলাকার বাড়িটি তৈরি করে ভাড়া দিয়ে দেয়। 

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, চৌধুরী ম্যানশন নামের বাড়িটি ঘিরে রাখা হয়েছে। বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছালে ঘরের ভেতরে অভিযান পরিচালিত হবে। 

বাড়ির মালিক ও কেয়ারটেকারসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার কথাও জানিয়েছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান।

র‍্যাব যাদের জঙ্গি বলে সন্দেহ করছে, তারা এ বাড়িতে গত ২৯ সেপ্টেম্বর থেকে অবস্থান করছে বলে জানান তিনি।

র‌্যাবের সন্দেহ, সেখানে চার থেকে পাঁচ জঙ্গি রয়েছে।

Bootstrap Image Preview