Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশেষ ধরণের কালো ব্যাল্টে করে ভারতে স্বর্ণ পৌঁছে দিতেন তারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ১০:৩১ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ১০:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মানিকগঞ্জ সদর উপজেলায় ২৩ ক্যারেটের ৪৩ কেজির বেশি অবৈধ স্বর্ণসহ আন্তর্জাতিক চোরাচালানচক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

বুধবার (৩ অক্টোবর) থেকে বৃহস্পতিবার দুপুর (৪ অক্টোবর) পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শেখ জাহিদুল ইসলাম (৩৩),শেখ আমিনুর রহমান (৩৭), মোঃ মনিরুজ্জামান রনি (৩৫), ইয়াহইয়া আমিন (৪২), মোঃ জহিরুল ইসলাম তারেক(২৮)। এসময় তাদের থেকে মোবাইল সাইজের ১৫ টি ও ছোট সাইজের ২৪৩ টি স্বর্ণের বারসহ মোট ২৫৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

গত২৮ আগস্ট দিনগত রাতে রাজধানীর গাবতলীতে আটককৃত পাঁচ সদস্যের তথ্যের ভিত্তিতে এই চক্রকে ধরতে সক্ষম হয় র‍্যাব।

বৃহস্পতিবার বিকাল ৫টায় রাজধানীর কাওরানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব ২ এর অধিনায়ক লে কর্নেল আনোয়ার উজ জামান।

তিনি জানান, চক্রটির দলনেতা হিসেবে কাজ করে আসছিল শেখ জাহিদুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ২০০ বারেরও বেশি বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচার করেছেন। আর প্রতিবার স্বর্ণ পৌছিয়ে দেওয়ার জন্য তিনি পেতেন ১০ হাজার টাকা।

তিনি আরও জানান, আটককৃতদের মাঝে শেখ জাহিদুল ইসলাম ও শেখ আমিনুর রহমান আপন ভাই। আর মোঃ জহিরুল ইসলাম তারেক তাদেরকে সঙ্গে নিয়ে ঢাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন।

র‍্যাব ২ এর অধিনায়ক আরও জানান, মোঃ মনিরুজ্জামান রনি, ইয়াহইয়া আমিন দলের নতুন সদস্য। আর ইয়াহইয়া আমিন দীর্ঘদিন সৌদি ছিলেন। দেশে এসে সপ্তাহে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা আয় সুযোগ দেখে তাদের সাথে সে যুক্ত হন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আটককৃতরা কোমরে বিশেষ ধরনের কালো ব্যাল্ট ব্যবহার করে স্বর্ণ নিয়ে যাচ্ছিল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এরা মূল চক্রের কেউ না। এরা সবাই কাটার পদ্ধতিতে কাজ করে আসছে। মানে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে তারা স্বর্ণ সংগ্রহ করে কিন্তু কেউ চক্রের প্রধানকে চিনে না।

আনোয়ার উজ জামান আরও জানান, তাদের কাছে তথ্য আছে মোট ৩টি পরিবহন এই পাচারের সাথে যুক্ত আছে। কিন্তু তদন্তের কারণে এখন নাম না জানালেও দ্রুত সময়ের মধ্যেই জানানো হবে।

কিভাবে নিশ্চিত হলেন এগুলো ২৩ ক্যারেটের গোল্ড এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা নিজের তো পরীক্ষা করেছি এবং বাংলাদেশ সরকারের স্বীকৃতিপ্রাপ্ত ‘বাংলা গোল্ড’ থেকেও পরিক্ষা করিয়েছি।

র‍্যাব থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানাতে মামলা করা হবে।

Bootstrap Image Preview