Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'দক্ষিণ এশিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল ঘোষণার পক্ষে শেখ হাসিনা'

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৯:৫৫ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৯:৫৫ PM

bdmorning Image Preview
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সিটিবিটিও'র এক্সিকিউটিভ সেক্রেটারি ড. লাসিনা জেরবো


সিটিবিটিও'র এক্সিকিউটিভ সেক্রেটারি ড. লাসিনা জেরবো বলেছেন, দক্ষিণ এশিয়াকে একটি পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল হিসাবে ঘোষণা করার পক্ষে সমর্থন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রতিবেশী দেশগুলির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করেছে। এমন অবদানের জন্য সরকারকে ধন্যবাদ।

সমন্বিত পারমাণবিক পরীক্ষার নিষেধাজ্ঞা সংস্থা (সিটিবিটিও)র এক্সিকিউটিভ সেক্রেটারি ড. লাসিনা জেরবো ৩ থেকে ৬ অক্টোবর সরকারি সফরে বাংলাদেশে অবস্থান করছেন।

তিনি আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

জেরবো বলেন, বাংলাদেশের নিরস্ত্রীকরণ বিষয়ক অঙ্গীকার ও ভূমিকার অগ্রগতি চালিয়ে যাওয়ার বিষয়টি প্রশংসনীয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এনপিটি এবং সিটিবিটি'র পূর্ণ সম্মতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরস্ত্রীকরণ ও অবিস্তার সম্পর্কিত জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কর্মকাণ্ড সংজ্ঞায়িত করতে সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের সাংবিধানিক বাধ্যবাধকতাকে কঠোরভাবে মেনে চলে।

মন্ত্রী পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের (১৯৯৮) পারমাণবিক পরীক্ষা অনুসরণে গঠনমূলক মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের (১৯৯৬-২০০১) কথা উল্লেখ করেন।

জারবো  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য দক্ষিণ এশিয়াকে একটি পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল হিসাবে ঘোষণা করার পক্ষেও সমর্থন করেছিলেন।

আজ সকালে জারবো বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন এবং জাতির পিতার স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

বিকেলে জেরবো বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে একটি বক্তৃতা করেন।

Bootstrap Image Preview