Bootstrap Image Preview
ঢাকা, ১২ রবিবার, মে ২০২৪ | ২৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্বীকার করলেও তাদের দেহে মিললো ১৮ কোটি টাকার স্বর্ণ

ক্রাইম ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৯:৪৮ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৯:৪৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


মানিকগঞ্জ সদর এলাকা থেকে আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। আটকের সময় তাদের কাছ থেকে ৪৩ কেজির বেশি অবৈধ স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানায় র‍্যাব।

আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকাল ৫ টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, দলের প্রধান - শেখ জাহিদুল ইসলাম (৩৩), শেখ আমিনুর রহমান (৩৭), মোঃ মনিরুজ্জামান রনি (৩৫), ইয়াহইয়া আমিন (৪২), মোঃ জহিরুল ইসলাম তারেক(২৮)।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, গোপন সংবাদে র‍্যাব জানতে পারে একটি সংঘবদ্ধ চক্র ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে বেশ কিছু অবৈধ স্বর্ণ বেনাপোলের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। পরে ঢাকা-আরিচার মহাসড়কের তরা ব্রিজের কাছে অভিযান শুরু করে র‍্যাব। র‌্যাবের উপস্থিতির টের পেয়ে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে চোরাচালান চক্রের সদস্যরা।

এসময় চক্রের ঐ ৫ সদস্যকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা বিষয়টি অস্বীকার করে। পরে তাদের দেহ তল্লাশি করে ২৫৮টি স্বর্ণের বার উদ্ধার করে র‌্যাব। যার আনুমানিক মূল্য ১৮ কোটি টাকা।

Bootstrap Image Preview