Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে জাতীয় ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৭:৪২ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৭:৪২ PM

bdmorning Image Preview
ছবি: বিডিমর্নিং


ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ‘উন্নয়ন অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘জাতীয় উন্নয়ন মেলা ২০১৮’ এর উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ আ.লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধন করার পরপরই সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন নান্দাইল উপজেলার এ মেলার উদ্বোধন করেন।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমামের সভাপতিত্বে উন্নয়ন মেলা উপলক্ষ্যে এক রঙ্গিন শোভাযাত্রা উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উন্নয়ন মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

উক্ত শোভাযাত্রায় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার অনুপম ভট্টাচার্য, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা, নান্দাইল পল্লী বিদ্যুতের ডিজিএম মোখলেছুর রহমান, কৃষি অফিসার নাসির উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজ্বী গাজী আব্দুস সালাম ভূইয়া বীরপ্রতীক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির, উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ারকর্মীবৃন্দ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview