Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হরিপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় উন্নয়ন মেলা উদ্বোধন

জে.ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৬:৩৪ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৬:৪৭ PM

bdmorning Image Preview


'উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ' এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শুরু হয়েছে তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা।

আজ বৃহস্পতিবার থেকে ৬ অক্টোবর শনিবার পর্যন্ত হরিপুর উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলা চলবে। মেলা উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনার আয়োজন করা হয়।

উপজেলা নিবার্হী অফিসার এম.জে আরিফ বেগ এর সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম।

বিশেষে অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নগেন কুমার পাল, আ.লীগের সাধারন সম্পাদক জিয়াউল হাসান মুকুল, অফিসার ইনচার্জ আমিরুজ্জান আমির, হরিপুর সরকারি কলেজের অধ্যক্ষ সৈইদুর রহমান, জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন রিপা, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ।

এছাড়াও, মেলায় অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী। এবারে উন্নয়ন মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের ৪৭টি প্রতিষ্ঠান স্টল অংশ গ্রহণ করেছে।

 

Bootstrap Image Preview