Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

`উন্নয়ন দেখে আবারও নৌকায় ভোট দেবে জনগণ’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৬:৩৩ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৬:৩৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, গত ১০ বছরে দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা দেখে জনগণ আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে।

আজ বৃহস্পতিবার ‘টাঙ্গাইলে ‌উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৪র্থ উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

তারানা হালিম বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশে ১০ বছরে যে পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড করেছেন তা দেখে জনগণ আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে।

তিনি আরও বলেন, জনগণ পরপর দুইবার নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেবার সুযোগ করে দিয়েছেন। ফলে তিনি জনগণের সেবক হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তারানা হালিম।

এ সময় উপস্থিত ছিলেন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

Bootstrap Image Preview