Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শপথ নিয়েছেন ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি রঞ্জন গগৈ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৬:২৬ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৬:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের ৪৬ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রঞ্জন গগৈ। গতকাল বুধবার শপথ নিয়েছেন তিনি। তাকে শপথবাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি ভবনের দরবার হলে গগৈর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হাজির ছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন।

বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্রের স্থলাভিষিক্ত হলেন তিনি। তিনি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাসিন্দা। আসামের মানুষ হিসেবে তিনিই প্রথম প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন। ১৩ মাসের কিছু বেশি এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

খবর টাইমস অব ইন্ডিয়ার। সপ্তাহখানেক আগেই প্রধান বিচারপতি পদে অব্যাহতি চান বিচারপতি দীপক মিশ্র। সেই সঙ্গে সরকারের কাছে উত্তরসূরি হিসেবে বিচারপতি রঞ্জন গগৈ’র নাম প্রস্তাব করেন তিনি। মঙ্গলবার ছিল দীপক মিশ্রের শেষ কর্মদিবস। তবে দিনটি জাতীয় ছুটির দিন হওয়ায় একদিন আগে সোমবার অবসর নেন মিশ্র।

Bootstrap Image Preview