Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, মে ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

পাভেল সামাদ, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৬:১৫ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৬:৪৮ PM

bdmorning Image Preview


'উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা।

আজ বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি বাসভবন গণভবন থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মেলার উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারের নেতৃত্বে উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মেলায় ৩২টি স্টলের মাধ্যমে নিজের কার্যক্রম প্রদর্শন করছে বিভিন্ন দপ্তর। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত মেলার প্রদর্শনী সকলের জন্য উন্মোক্ত থাকবে। এছাড়াও প্রতিদিন বিকেল ৪টা শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ফাতেমা-তুজ-জোহরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম, পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তৈয়ব আলী, বর্তমান ডেপুটি কমান্ডার রণজিৎ ধর রণ মেম্বার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুর রহমান, শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, কৃষি কর্মকর্তা রমজান আলী, প্রকৌশলী আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দে, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার প্রমুখ।


 

Bootstrap Image Preview