Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করল তামিশনা ফ্যাশনের শ্রমিকেরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৪:৫৪ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় তামিশনা ফ্যাশন ওয়্যারস লিমিটিডের ইউনিট-২ শ্রমিকেরা উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার বাইরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন শুরু করে। পরে দাবি পূরনের আশ্বাস পেলে দুপুর ২টায় তারা কর্মবিরতি তুলে নেয়।

মালের রেট কম, আট ঘণ্টার পরিবর্তে বাধ্যতামূলক দ্বিগুণ কর্মঘণ্টা সরকারি ছুটির দিনে বাধ্যতমামূলক ডিউটি, অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত থাকলে মূল বেতন থেকে ৬শ' টাকা জরিমানা কেটে রাখা, কোনো বিশেষ কারণ ছাড়া যখন তখন শ্রমিক ছাঁটাইসহ নানা কারণে তারা কর্মবিরতি পালন শুরু করেন।

কারখানার লিংকিং অপারেটর, তরিকুল, রোজিনা ও মাহফুজাসহ তাদের সহকর্মীরা জানান, কারখানার উৎপাদন ব্যবস্থাপক (পিএম) এম ফারুক হোসেন নারী শ্রমিকদের সাথে অশ্লীল ভাষা ব্যবহার, সহকারী উৎপাদন ব্যবস্থাপক (এপিএম) মিজানুর রহমান নারী শ্রমিকদের যৌন হিয়রানিও করেন। এসব অনিয়ম ও দুর্ব্যবহারের প্রতিবাদ করায় গত বুধবার পরিচয়পত্র রেখে ৫০ জন শ্রমিককে টাকা না দিয়ে ছাঁটাই করা হয়।

কারখানার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) তোফাজ্জল হোসেন জানান, শ্রমিকেরা অযৌক্তিক দাবি করে কর্মবিরতি করছে। এ সবের কোনো ভিত্তি নেই।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (শ্রীপুর অঞ্চল) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুপুরে হেড অফিসের কর্মকর্তারা কারখানায় এসে শ্রমিকদের সাথে আলোচনা করে। তাদের পিচরেট বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কারখানা কতৃপক্ষ লিংকিং শাখার শ্রমিকদের আজকের জন্য ছুটি ঘোষণা করে।

Bootstrap Image Preview