Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে শ্রীমঙ্গলের ময়লার ভাগার অপসারণ

তোফায়েল পাপ্পু, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ১২:১৫ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ১২:১৫ PM

bdmorning Image Preview


শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ ময়লার ভাগার নিয়ে দীর্ঘ দিন ধরে যে আন্দোলন সৃষ্টি হয়েছিল অবশেষে সে ময়লার ভাগার অন্যত্র ফেলার সিদ্ধান্ত হয়েছে।

গতকাল বুধবার (৩ অক্টোবর) বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এর সামনে পৌরসভার ময়লার ভাগারটি সরেজমিন পরিদর্শনে আসেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোঃ শাহজালাল।

পরিদর্শন শেষে শ্রীমঙ্গল উপজেলা অডিটোরিয়ামে ময়লার ভাগার অপসারণ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উক্ত ময়লার ভাগারটি অপসারণে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী ৬ মাসের মধ্যে অন্যত্র ময়লা ফেলার সিদ্ধান্ত হয় এবং বর্তমানে ময়লার ভাগারের স্থানটিকে টিন দিয়ে বেষ্টনী দিয়ে ময়লা ফেলতে বলা হয়। পৌরসভার ক্রয়কৃত জমির (জেটি রোড এর) ভুমি উন্নয়ন করার সিদ্ধান্ত হয় এবং হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে বলা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের নবাগত উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, পৌরসভার মেয়র মোঃ মহসীন মিয়া মধু, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আছকির মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল, ৩ নং শ্রীমঙ্গল ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম নজরুল, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারন সম্পাদক  এম ইদ্রিস আলী, ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, ময়লার ভাগার অপসারণ কমিটির আহ্বায়ক আলহাজ্জ সিরাজুল ইসলাম হারুনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview